চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ‘ব্যবসাবান্ধব বাজেট চাই। চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল যাতে দ্রুত হয়, সে জন্য প্রয়োজন বিশেষ বরাদ্দ।’ চেম্বার সভাপতি মাহবুবুল আলম দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের ট্রেড অ্যাসোসিয়েশনেরও সভাপতি। এ ছাড়া তিনি ইতিমধ্যে নেতৃত্ব দিয়েছেন এফবিসিসিআই, ত্রিদেশীয় চেম্বার ও সার্ক চেম্বারেও। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ফোরামেরও টানা নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তার মতে, করোনা পরিস্থিতিতে অর্থনীতির ভিত রক্ষায় ব্যবসাবান্ধব উদ্যোগ বাড়াতে হবে। সিসিসিআই সভাপতি বলেন, করপোরেট ট্যাক্স কমানো দরকার। দেশের পাইকারি বাজার খাতুনগঞ্জ ও মৌলভীবাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে ব্যবসাবান্ধব উদ্যোগ প্রয়োজন। টার্নওভার ট্যাক্স ২০০৬-এর অধ্যাদেশ অনুযায়ী কার্যকর হওয়া উচিত। প্রসঙ্গক্রমে চিটাগাং চেম্বার সভাপতি জানান, টার্নওভার বেশি হলেও প্রফিট হচ্ছে না। তিনি বলেন, কোনো শিল্পোদ্যোক্তার ১০টি প্রতিষ্ঠান যদি থাকে, এর মধ্যে একটি ঋণখেলাপি হলেও বাকিগুলো তো যাতে ঝুঁকিতে না পড়ে, সেটি নিশ্চিত করতে হবে। সেজন্য যা যা করা দরকার তা-ই করা উচিত। নতুবা অন্য প্রতিষ্ঠানগুলোর কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা থাকে। এ ধরনের প্রতিষ্ঠান বাঁচাতে অনুকূল পরিবেশ এখনো গড়ে না ওঠায় বড় শিল্প পরিবারগুলোরও পথে বসার নজির রয়েছে। করোনার শুরু থেকে বিশেষ প্রণোদনার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রণোদনার ধারাবাহিকতা চান সিসিসিআই সভাপতি। তিনি বলেন, কর্ণফুলী টানেল, ডিপ সি পোর্টসহ মেগা প্রকল্পগুলো যাতে যথাসময়ে শেষ হয়, সে লক্ষ্যেও বিশেষ নজর দিতে হবে। চট্টগ্রামের উন্নয়নেও বিশেষ বরাদ্দ চান এই ব্যবসায়ী নেতা।
শিরোনাম
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
ব্যবসাবান্ধব বাজেট চাই
মাহবুবুল আলম
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর