বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

হাসপাতালের কেনাকাটায় দুর্নীতি, তিন মামলার অনুমোদন দুদকের

বিশেষ প্রতিনিধি

সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে হাসপাতালটির সাবেক উপপরিচালক ডা. মো. ইমরান আলী, উপপরিচালক ডা. মো. আবু রায়হান, আফসানা ইসলাম কাকলী, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মুন্সী ফররুখ হোসাইন ও প্রমিক্সো লিমিটেডের প্রোপ্রাইটর মৌসুমী ইসলামের বিরুদ্ধে তিনটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকসূত্র জানান, রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের মালামাল কেনার ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে একটি বিলের মাধ্যমে ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮৮ টাকা আত্মসাতের অপরাধে হাসপাতালটির সাবেক উপপরিচালক ডা. মো. ইমরান আলী, উপপরিচালক ডা. মো. আবু রায়হান, প্রমিক্সো লিমিটেডের প্রোপ্রাইটর মৌসুমী ইসলামের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের মালামাল কেনার ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে তিনটি বিলের মাধ্যমে ২ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৬ টাকা আত্মসাতের অপরাধে সাবেক উপপরিচালক ডা. মো. ইমরান আলী, উপপরিচালক ডা. মো. আবু রায়হান ও মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মুন্সী ফররুখ হোসাইনের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। একই হাসপাতালের মালামাল কেনার ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে একটি বিলের মাধ্যমে ৫৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আত্মসাতের অপরাধে সাবেক উপপরিচালক ডা. মো. ইমরান আলী, উপপরিচালক, ডা. মো. আবু রায়হান ও নির্ঝর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলীর বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও একটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

সর্বশেষ খবর