বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

দলকে না জানিয়ে একের পর এক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিব্রত জাপা

শফিকুল ইসলাম সোহাগ

জাতীয় পার্টির সংসদীয় বোর্ডে প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে শেষ পর্যন্ত মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন জসিম উদ্দিন। মনোনয়ন পেয়ে দলকে না জানিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সোমবার দল থেকে তাকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে প্রার্থী ছিলেন তিনি। ঘটনার দুই দিন পর দলকে না জানিয়ে ঢাকা-১৪ আসন থেকেও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাকুর রহমান মোস্তাক মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে জাপার প্রার্থী দশম সংসদের এমপি মোহাম্মদ নোমান একই ঘটনা ঘটান। অভিযোগ উঠেছে, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তারাই মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। এতে বিব্রত অবস্থায় পড়েছে জাতীয় পার্টি। জানতে চাইলে মোস্তাকুর    রহমান মোস্তাক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নির্বাচনে যে ধরনের পরিবেশ থাকা দরকার তার জন্য দলকে উদ্যোগ নিতে বলেছি, নেয়নি। তা ছাড়া একজন মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’ দল শেষ পর্যন্ত মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন দিয়েছে। দল আপনার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারে- জানতে চাইলে তিনি বলেন, ‘অব্যাহতি দেওয়ার আগে শোকজ করা উচিত।’ তিনি দাবি করেন, আওয়ামী লীগ প্রার্থীর থেকে কোনো আর্থিক সুবিধা নেননি। জানা যায়, জাতীয় সংসদের শূন্য তিন আসন ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩-এর ভোট ২৮ জুলাই নির্ধারণ করে নির্বাচন কমিশন। আর আগে ১৪ জুলাই ওই তিন আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ১৪ জুলাই পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী হওয়ায় নির্বাচন কমিশনে একাধিকবার বৈঠক করে ভোটের তারিখ পরিবর্তন করানো হয়। বিএনপি অংশ না নেওয়ায় এ উপনির্বাচনকে খুবই গুরুত্ব দিচ্ছে জাতীয় পার্টি। জানতে চাইলে দলের পার্লামেন্টারি বোর্ড ও প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান বলেন, ‘সবার মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল। বোর্ডের সিদ্ধান্ত ছিল শেষ পর্যন্ত মাঠে প্রার্থীরা থাকবেন। দলের ভাবমূর্তি ক্ষুণœ করে যারা দলের সিদ্ধান্তের বাইরে যাবেন তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ জানা যায়, পার্টির নীতিনির্ধারকরা বারবার বলছেন, দেশবাসী ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। জাতীয় পার্টির প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছে। পার্টির চেয়ারম্যান জি এম কাদের করোনাকালেও দলকে সংগঠিত করার নানান উদ্যোগ নিচ্ছেন। এজন্য এ উপনির্বাচনগুলোকে গুরুত্ব দিচ্ছেন। এদিকে কুমিল্লা-৫ আসন থেকে প্রার্থী কেন মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তা খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে।

এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা : গতকাল বিকালে বনানী কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গঠিত আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর