বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

শিশুর ঘাড়ে হত্যার দায়, তলব দুই তদন্ত কর্মকর্তাকে

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সারিয়াকান্দিতে ছোট ভাই হত্যার দায় ১২ বছরের শিশু বড় ভাই সৌরভের ঘাড়ে চাপানোর ঘটনার ব্যাখ্যা দিতে দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।

তদন্ত কর্মকর্তারা হলেন- পিবিআইয়ের বগুড়ার উপপরিদর্শক মনসুর আলী ও ওই মামলায় প্রথম চার্জশিট দেওয়া সারিয়াকান্দি থানার উপপরিদর্শক নয়ন কুমার। মামলার নথিসহ আগামী ৩ আগস্ট তাদের হাজির হতে বলা হয়েছে। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। ছোট ভাই হত্যার দায়ে অভিযুক্ত ১২ বছরের শিশু সৌরভ ভার্চুয়ালি আদালতে সংযুক্ত হয়েছিল। গত ২০ জুন বগুড়ার সারিয়াকান্দিতে ছোট ভাই হত্যার দায় ১২ বছরের শিশু বড় ভাই সৌরভের ঘাড়ে চাপানোর ঘটনায় আদালত বলেছিল, এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে এটা হবে দেশের জন্য অত্যন্ত দুঃখজনক। ‘পুলিশের ভুলে ১২ বছরের শিশুর ঘাড়ে ছোট ভাই হত্যার দায়’ শিরোনামে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ যুক্ত করে হাই কোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শিশির মনির। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে ছোট ভাইকে হত্যার দায় নিয়ে ঘুরতে হচ্ছে ১২ বছর বয়সী বড় ভাইকে। সে বছরের ২৫ আগস্ট বগুড়ার কাটাখালি গ্রামের একটি পাটখেত থেকে উদ্ধার করা হয় মহিদুল ইসলামের ছেলে সোহাগের মরদেহ। এরপর জিজ্ঞাসাবাদের কথা বলে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায় বড় ভাই সৌরভকে।

জোর করে হত্যার স্বীকারোক্তিও নেওয়া হয়। এ মামলায় এখন বাড়ি ছাড়া পুরো পরিবার।

 

সর্বশেষ খবর