শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা

আরও ৩০ লাখ টিকা পাঠাল চীন

নিজস্ব প্রতিবেদক

আরও ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠাল চীন। এর মধ্যে গতকাল রাত ১০টার ফ্লাইটে ১০ লাখ টিকার চালান ঢাকায় পৌঁছেছে। মধ্যরাতে দুটি ফ্লাইটে আরও ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছানোর কথা। গতকাল রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ১০টার ফ্লাইটে ১০ লাখ টিকার চালান দেশে এসে পৌঁছেছে। এ ছাড়া রাত ১টা ও ৩টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের আরও প্রায় ২০ লাখ টিকা আসবে।

সরকারের সঙ্গে চীনের সিনোফার্মের ৩ কোটি টিকা কেনার চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় এর আগে ৪০ লাখ টিকা দেশে এসেছে। এ ছাড়া চীন উপহার হিসেবে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দিয়েছে। এই টিকা দিয়ে দেশের জেলা-উপজেলায় চলছে গণটিকাদান। আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে    টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ক্যাম্পেইনে সিনোফার্মের টিকা দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর