রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কাজে না এলে চাকরি যাবে না

-ফারুক হাসান

কাজে না এলে চাকরি যাবে না

তৈরি পোশাকশিল্প কারখানার যেসব শ্রমিক লকডাউন ও ঈদের ছুটিতে বাড়ি গেছেন, তারা আগামী ৫ আগস্টের মধ্যে কাজে না এলে তাদের চাকরি যাবে না বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান। তিনি বলেন, সরকার ইতিমধ্যে শনিবার রাত (গতকাল) থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালু রাখছে। তিনি কারখানার আশপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দিয়েছেন। পোশাকশিল্প মালিকদের এই নেতা বলেন, মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত কোনো পোশাক শ্রমিক-কর্মচারী নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে না পারলেও               তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান। তিনি বলেন, রবিবার থেকে কারখানা খুলে দেওয়ার খবরে অনেক শ্রমিক কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। ফেরিতে এবং মহাসড়কে বিভিন্ন পয়েন্টে শহরমুখী শ্রমিকরা ভিড় করছেন। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শহরে ফিরতে বিড়ম্বনার মধ্যে পড়েছেন তারা।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির স্বার্থে সরকার আমাদের অনুরোধে ১ আগস্ট থেকে কারখানা খোলার অনুমতি দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমি বিজিএমইএর সব সদস্যকে চিঠি দিয়ে বলেছি, আগের মতোই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কারখানায় উৎপাদন কর্মকান্ড চালাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর