সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সংবিধান মেনে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়নের কোনো বিকল্প নেই। তবে আইন প্রণয়ন করলেই হবে না, আইনটি হতে হবে জনস্বার্থে। দলীয় স্বার্থে নয়। আইন প্রয়োগও হতে হবে জনগণের স্বার্থে, যাতে কয়েকজন সৎ, নির্ভীক ও গ্রহণযোগ্য ব্যক্তি নির্বাচন কমিশনে নিয়োগ পান। গতকাল নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে একান্ত আলাপকালে তিনি বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন এই নির্বাচন বিশ্লেষক বলেছেন, আমরা অতীতে দেখেছি। সার্চ কমিটি যে নির্বাচন কমিশন উপহার দিয়েছে। তারা সরকারের আজ্ঞাবহ। আর সার্চ কমিটির মাধ্যমে হলে আবারও আজ্ঞাবহ নির্বাচন কমিশন পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এমন সার্চ কমিটি বিগত দিনে হয়েছিল, সরকার যাকে চেয়েছে। সার্চ কমিটি তাদের ইসি হিসেবে নিয়োগ দিয়েছে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আগামী সার্চ কমিটির সরকারের আজ্ঞাবহ হতে পারে। বিগত দিনেও এমন সার্চ কমিটি হয়েছে। সরকার যাকে চেয়েছে, তারা (সার্চ কমিটি) তাদের নিয়োগ দিয়েছেন। বিগত দুটি সার্চ কমিটি জনগণের স্বার্থে কাজ করেনি। ইসি নিয়োগের আইনের বিষয়ে তিনি বলেন, ইসি নিয়োগের আইন করা খুবই সহজ। আমরা একটা আইনের খসড়া করে দিয়েছি। ড. হুদা কমিশনও একটি আইনের খসড়া দিয়েছে। আইন করাটা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে। তিনি বলেন, সরকার বলেছে আইন করার সময় নেই। তাহলে ১২ বছর কী করেছে তারা। তিনি বলেন, সার্চ কমিটির মাধ্যমে আমরা রকিবউদ্দিন কমিশন। কে এম নূরুল হুদা কমিশন পেয়েছি। যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন তারা। আর নূরুল হুদা কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি বলেন, আইনের মাধ্যমে ইসি গঠন হলে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পাওয়া যাবে। আইনে নির্বাচন কমিশনের যোগ্যতা ও অযোগ্যতার মাপকাঠি থাকবে। জনগণ জানবেন কারা নির্বাচন কমিশনার হচ্ছেন। কাদের নাম সুপারিশ করা হচ্ছে। বিগত দুই সার্চ কমিটির মাধ্যমে আমরা দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশন পেয়েছি।
শিরোনাম
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করলেন ট্রেসি অ্যান জ্যাকবসন
- পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উদযাপন
- ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত
- পঞ্চগড়ে সমতলের চা বাগানে পোকার আক্রমণ
- দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি