শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ব্যবসা সচল হয়েছে খরচও বেড়েছে

-আবদুল মাতলুব আহমাদ

ব্যবসা সচল হয়েছে খরচও বেড়েছে

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, করোনার প্রভাব মোকাবিলা করেই দেশের ব্যবসা-বাণিজ্য সচল হয়েছে। সেই সঙ্গে বেড়েছে খরচ। তাঁর মতে পণ্যের সরবরাহের চেয়ে চাহিদা অনেক বেশি বেড়েছে। বন্দরগুলোয় পণ্যজটের পাশাপাশি আমদানি খরচও বেড়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিটল-নিলয় গ্রুপের এই চেয়ারম্যান আরও  বলেন, মন্দা কেটেছে তিন থেকে চার মাস হলো। প্রধানমন্ত্রী বলেছেন করোনা সঙ্গে নিয়ে চলতে হবে। তাঁর এ নির্দেশনা মেনে ব্যবসায়ী সমাজ দেশের ব্যবসা-বাণিজ্য সচল করেছে। ফলে আমরা দেখছি বাজারে পণ্যের সরবরাহের চেয়ে চাহিদা অনেক বেশি। অর্থাৎ বাংলাদেশ ভালোর দিকে যাচ্ছে। আশা করছি দ্রুত দেশের অর্থনীতি স্বাভাবিক হয়ে যাবে।

আবদুল মাতলুব আহমাদ আরও বলেন, করোনার কারণে সারা বিশ্বে এফডিআইর হার অর্ধেক হয়ে গেছে। তবে বাংলাদেশের জন্য নতুন সুযোগ আছে। বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ সস্তা শ্রমের দেশে সরিয়ে নেওয়া হচ্ছে। চীন ও মিয়ানমার থেকে বিভিন্ন খাতের উদ্যোক্তাদের বিনিয়োগ সরিয়ে বাংলাদেশে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নতি করতে অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন দ্রুত বাস্তবায়ন করতে হবে। সামগ্রিকভাবে অবকাঠামো সমস্যা দীর্ঘদিনের। দেশের উদ্যোক্তাদের সুবিধা দিলে তা বিদেশি বিনিয়োগ টানতে ইতিবাচক ভূমিকা রাখবে। যেসব আইন বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে তার সংস্কার করতে হবে। ওয়ানস্টপ সার্ভিস কার্যকর করতে হবে। ব্যবসা শুরুর জটিলতা নিরসন করতে হবে। ব্যাংক থেকে ঋণ পাওয়ার জটিলতা নিরসন করতে হবে। অন্যান্য বিধিবিধান বিনিয়োগবান্ধব হতে হবে। সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে।

সর্বশেষ খবর