শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই

ডা. শারফুদ্দিন আহমেদ

স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, করোনার সংক্রমণ ও মৃত্যুহার নিম্নমুখী। উঠে গেছে সব বিধিনিষেধ, স্বাভাবিকভাবে চলছে জীবনযাত্রা। এখন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। গণপরিবহনে ভিড়, গাদাগাদি করা যাবে না। করোনা ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা সংক্রমণ কমে আসায় আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও নতুন ঢেউ যে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। করোনার সব ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে পারে মাস্ক। করোনার শুরু থেকে যে স্বাস্থ্যবিধি শেখানো হচ্ছে তা মেনে চলতে হবে। ডা. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, করোনার উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করতে হবে। জ্বর, কাশি নিয়ে বাইরে বের হওয়া যাবে না। নিজের, পরিবারের এবং চারপাশের মানুষের সুরক্ষার কথা চিন্তা করতে হবে। দেশে ব্যাপক পরিসরে চলছে টিকাদান। পর্যাপ্ত টিকা সরকারের হাতে এসেছে। গণটিকা ক্যাম্পেইনে মানুষের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

১২-১৭ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে। টিকা নিলে করোনার ঝুঁকি এবং জটিলতা দুটোই কমবে।

সর্বশেষ খবর