রাজশাহীর বাঘায় সেই ভাড়া বাসায় ফিরতে শুরু করেছে অতিথি পাখি। খোর্দ্দ বাউসা গ্রামের আমবাগানে এ বছরও প্রজননের প্রয়োজনে পাখি ফিরছে। আমগাছগুলোতে আবারও আশ্রয় নিয়েছে শামুকখোল পাখি। রাজশাহী জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী বন অধিদফতরের অনুন্নয়ন খাত থেকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচজন মালিককে বছরে ৩ লাখ ১৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে পাখির বাসা ভাড়া হিসেবে। বেশ কয়েক বছর ধরে শীতের শুরুতে শামুকখোল পাখিরা বাচ্চা ফোটানোর জন্য খোর্দ্দ বাউসার এই আমবাগানে বাসা বাঁধে। ২০১৯ সালের অক্টোবরের শেষে পাখিরা বাচ্চা ফোটানোর পরও উড়তে না শেখায় আমবাগানের ইজারাদাররা বাগানের পরিচর্যা করার জন্য বাসা ভেঙে আমগাছ খালি করতে শুরু করেন। তখন স্থানীয় পাখিপ্রেমী কিছু মানুষের অনুরোধে পাখিদের বাসা ছাড়ার জন্য ১৫ দিন সময় বেঁধে দেন। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আরজি জানান সুপ্রিম কোর্টের আইনজীবী প্রজ্ঞা পারমিতা রায়। আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ এক আদেশে বলে, কেন ওই এলাকাকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়ে জেলা প্রশাসনকে ৪০ দিন সময় বেঁধে দেওয়া হয়। জেলা প্রশাসন থেকে গঠিত কমিটির সদস্যরা পাখির বাসার কারণে ক্ষতিগ্রস্ত ৩৮টি আমগাছ চিহ্নিত করে ৩ লাখ ১৩ হাজার টাকা ক্ষতির পরিমাণ নির্ধারণ করেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয় থেকে রাজশাহীর জেলা প্রশাসককে পাখির স্থায়ী আবাস গড়ে তোলার জন্য প্রস্তাবনা অনুযায়ী, প্রতি বছর ৩ লাখ ১৩ হাজার টাকা ক্ষতি-পূরণ দিয়ে পাখির জন্য বাসা ভাড়া করা হয়েছে। সেই ভাড়া বাসাতে পাখি আসতে শুরু করেছে। স্থানীয় আম চাষি মনজুর রহমান জানান, ৩৮টি আমগাছের মূল্য নির্ধারণ করে ভাড়া নেওয়া হয়েছে। বর্তমানে পাখি আবারও ফিরতে শুরু করেছে। বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলে দেওয়া গাছের হিসাব অনুযায়ী বাগান মালিকদের হাতে ক্ষতির টাকা বুঝে দেওয়া হয়েছে। এই বাগানে পাখি আসতে শুরু করেছে।’ উল্লেখ্য, কয়েক বছর ধরে এই বাগানে শামুকখোল পাখিরা বাসা বেঁধে বাচ্চা ফোটায়। বাচ্চা উড়তে শিখলে তারা চলে যায়।
শিরোনাম
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত
- শুল্ক না কমালে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
- চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সোনালী আঁশে ফিরছে সুদিন, খুশি দিনাজপুরের কৃষকরা
- নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: খায়ের ভূঁইয়া
- শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
- পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প: উত্তর কোরিয়া
- গাইবান্ধায় বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, আহত তিন
- নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবি
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬
- আ. লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক
- প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর অনুকরণীয় দেশ : বাণিজ্য উপদেষ্টা
- ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের সকল চেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া
- ৬ মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার
- জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে : আমীর খসরু
- উদ্বোধনের দিনেই বিকল বেরোবির দুটি বাস
- বিটিভিতে আজ আদনান বাবুর একক অনুষ্ঠান “রংধনু রং”
সেই নীড়ে ফিরছে পাখি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর