শিরোনাম
মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

গণতন্ত্র থেকে পিছু হটার তালিকায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র থেকে পিছু হটার তালিকায় নাম উঠেছে যুক্তরাষ্ট্রের। আর সেই তালিকায় বাংলাদেশের শাসনব্যবস্থার উপাধি ‘হাইব্রিড’ ও ‘কর্তৃত্ববাদী’। গণতন্ত্রের ক্ষয় শুরু হয়েছে পাশের দেশ ভারতেও।

সুইডেনভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের (ইন্টারন্যাশনাল আইডিইএ) ‘২০২১ সালের বৈশ্বিক গণতন্ত্র পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল স্টকহোমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বৈশ্বিক পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়, কভিড মহামারীর মধ্যে  বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশ ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী কৌশল অনুসরণ করছে। অন্যদিকে কর্তৃত্ববাদী শাসনগুলো নিজেদের ক্ষমতা আরও সুসংহত করছে। বিশ্বের ১০০ দেশ নিয়ে আগামী মাসে গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর