মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শারীরিক উপস্থিতিতে বুধবার বিচার কাজে ফিরছে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার থেকে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। এতে ১ বছর ৯ মাস পর আপিল বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হতে যাচ্ছে। প্রধান বিচারপতির নির্দেশক্রমে গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন। এতে বলা হয়, ‘প্রধান বিচারপতি, জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত দিয়েছেন আগামী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।’

দেশে করোনা মহামারী শুরুর পর থেকে প্রায় ১ বছর ৯ মাস ধরে আপিল বিভাগ ভার্চুয়ালি চলছে। তবে হাই কোর্ট বিভাগের কিছু বেঞ্চ শারীরিক উপস্থিতিতে এবং কয়েকটি বেঞ্চ ভার্চুয়ালি চলছে। দেশের  করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় ফের স্বাভাবিক রূপে ফিরছে সুপ্রিম কোর্ট। ১ ডিসেম্বর থেকে সব আদালতের কার্যক্রম চলবে শারীরিক উপস্থিতিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর