ব্রাজিলের ফেডারেল পুলিশের সহায়তায় ২ ডিসেম্বর সে দেশের দুটি শহরে আদম পাচার দমন অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পুলিশ কয়েক বাংলাদেশিসহ আটজনকে গ্রেফতার করেছে। ‘অপারেশন ব্লাড টাইজ’ শীর্ষক এ অভিযানটি চালানো হয় সাউ পাওলো ও মিনাস জিরাইস শহরে। এর আগেও এ রকম অভিযানে বহুসংখ্যক বাংলাদেশিসহ আদম পাচার চক্রের সদস্য গ্রেফতার হয়। মার্কিন বিচার বিভাগের মুখপাত্র নিকোল নাভাস ৩ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘চক্রটি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে মোটা অর্থের বিনিময়ে প্রতিনিয়ত বিপুলসংখ্যক আদম বিভিন্ন দেশ হয়ে ব্রাজিলে জড়ো করছে। এসব লোকজনকে যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার চুক্তিতে ওরা অর্থ নেয় এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদের মারাত্মক হুমকির মুখে ঠেলে দেওয়া হয়।’ বিচার বিভাগের প্রেস রিলিজে বলা হয়েছে- গত কয়েক বছরে মেক্সিকো সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার সময় সীমান্তরক্ষীদের হাতে গ্রেফতার হওয়া লোকজনের বিবরণে সংঘবদ্ধ এ আদম পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা ভাবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং অভিবাসন দফতরের পুলিশ। এ লক্ষ্যে তারা ব্রাজিল পুলিশের আন্তরিক সহায়তায় সাউ পাউলো ও মিনাস জিরাইসে তদন্ত চালিয়ে আদম পাচারকারী চক্রের অন্তত ২১টি ঘাঁটিতে এ অভিযান চালায়। পাচারকারী চক্রের আটজনকে গ্রেফতারের সময় উদ্ধার করা হয় বেশ কিছু অভিবাসীকে। তার প্রায় সবাই বাংলাদেশি। লিবিয়ার অধিবাসীও রয়েছেন কয়েকজন। অভিযানে ব্রাজিলের কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে। তারা এ চক্রের সহযোগী। মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের আদম পাচার বিরোধী সহকারী অ্যাটর্নি জেনারেল কেনেথ এ পোলাইট জুনিয়র এ প্রসঙ্গে বলেন, ‘আন্তর্জাতিক পার্টনারদের আন্তরিক সহায়তার মধ্য দিয়েই আমরা আদম পাচার নেটওয়ার্ক বিরোধী অভিযানে সক্ষম হচ্ছি। এ অভিযানে ব্রাজিলের ফেডারেল পুলিশের ভূমিকা অবশ্যই প্রশংসনীয়।’
শিরোনাম
- কানাডা কি সত্যিই হারিয়ে যাচ্ছে?
- ‘হত্যাযজ্ঞ ও ধ্বংসের স্থপতি’ ইসরায়েলের ১৭ বিজ্ঞানীর তথ্য ফাঁস
- কানাডার টরেন্টোতে বাচনিকের যুগপূর্তি উৎসব ‘বাচনিক বৈভব’
- ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান
- সৌদিতে হামলা মানেই যুক্তরাষ্ট্রে হামলা: নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ
- সপ্তাহের শেষে কমতে পারে গরম, সাগরে লঘুচাপের আভাস
- প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
- কারিনার সাথে দাম্পত্যে সুখী সাইফ, তবু অমৃতার স্মৃতিতে বারবার ফিরে যান
- হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু
- আর নয় বিজ্ঞাপন, গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত হলো নতুন ফিচার
- তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান–আফগানিস্তান, তবে...
- বন্দরে অচলাবস্থা, কর্মবিরতিতে সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন মালিকরা
- শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল
- অপারেশন সিঁদুর ছিল শুরু মাত্র, পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ব্রহ্মসের আওতায়: রাজনাথ সিং
- ব্রহ্মস হুমকির উত্তরে পাকিস্তানের সেনাপ্রধানের সতর্কবার্তা
- গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট
- আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের
- শাহজালালে কার্গো ভিলেজে ২০ ঘণ্টা পরও ধোঁয়া উড়ছে
- রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর
- আইসিসির পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে সমালোচনা পাকিস্তানের
মার্কিন পুলিশের অভিযান
ব্রাজিলে বাংলাদেশিসহ আদম পাচার চক্রের আটজন গ্রেফতার
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর