শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আলাল ডানে দুলাল যায় বাঁয়ে : তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আলাল ডানে দুলাল যায় বাঁয়ে : তৈমূর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জে আলাল ডানে গেলে দুলাল যায় বাঁয়ে। শামীম ওসমান যদি ডানে যান, মেয়র আইভী যান বাঁয়ে।

গতকাল বিকালে শহরের কালীবাজারসহ বিভিন্ন স্থানে নাগরিকদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তৈমূর আলম বলেন, মেয়র ও সংসদ সদস্যের মধ্যে বিরোধ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে, দুজনেরই অধিক্ষেত্র জনগণ। জনস্বার্থে তাঁরা দুজন একসঙ্গে বসতে পারবেন না কেন? তাঁরা একই দল করেন। তাঁদের বিরোধের ভুক্তভোগী হই আমরা, জনগণ। আমি যদি নির্বাচিত হই, আমি সবার সঙ্গে বসব। এমপি, প্রশাসন সবার সঙ্গে বসে জনগণের সমস্যার সমাধান করব। তৈমূর আলম বলেন, একটি টকশোতে দুজন গিয়ে যে ভাষা ব্যবহার করলেন, সেখানে কী বোঝা যায়, নারায়ণগঞ্জের সব মানুষ এসব ভাষা ব্যবহার করেন। এখন মেয়র ও এমপির বিরোধের কারণে নগরের মানুষ ভোগান্তিতে পড়েছে। আমি যদি নির্বাচিত হই, আমি সবার সঙ্গে বসব। জনগণের সমস্যার সমাধান করব। আবার আমার রাজনৈতিক আদর্শেও অটুট থাকব। তিনি বলেন, যেখানে বিরোধিতা করা দরকার, রাজনৈতিকভাবেই এর বিরোধিতা করব। কিন্তু উন্নয়নের প্রশ্নে জনস্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেব।

সর্বশেষ খবর