সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির চার নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে পুলিশের হেফাজতে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির চার নেতা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। শনিবার রাত সোয়া ৯টার দিকে সদর থানা থেকে তাদের ছাড়া হয়। ছাড়া পাওয়া নেতারা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর বিএনপি নেতা মো. মিজানুর রহমান। শুক্রবার সকাল  থেকে তারা আটক থাকলেও পুলিশ স্বীকার করছিল না। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কিছু বিষয়ে তথ্য জানার জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছিল। তবে কি বিষয়ে তথ্য জানার জন্য নেওয়া হয়েছিল-সে বিষয়ে কিছু জানাননি তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার দুপুরে পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময় ও একই স্থানে ছাত্রসমাবেশ ডাকে জেলা ছাত্রলীগ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর ফলে শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে সমাবেশ করে বিএনপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর