শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্নার টিকা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) অধ্যাপক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ‘কভিড-১৯ টিকা কার্যক্রমে দেশের সব পর্যায়ে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো। তবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা (১২-১৭ বছর বয়সী) প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবে। এ ছাড়া যারা প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদফতর। সরকারিভাবে রাজধানীসহ সারাদেশে নিয়মিত টিকাদানের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। গত বুধবার পর্যন্ত দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৫ লাখ ৪০ হাজার ৫২৬ জন।

সর্বশেষ খবর