শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রিয়াঙ্কার চমক উত্তর প্রদেশের দুই বিধায়ক পদপ্রার্থী

নয়াদিল্লি প্রতিনিধি

প্রিয়াঙ্কার চমক উত্তর প্রদেশের দুই বিধায়ক পদপ্রার্থী

প্রিয়াঙ্কা গান্ধী

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দুজন প্রার্থী মনোনীত করে চমক সৃষ্টি করেছেন দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল প্রিয়াঙ্কা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করেন।

জাতীয় কংগ্রেস প্রথম দল যারা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল। তালিকার ৪০ শতাংশ মহিলা এবং ৪০ শতাংশ যুবক-যুবতী। প্রার্থী মনোনীত হয়েছেন সদফ জাফর। ইনি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের সময়ে গ্রেফতার হন। ২০১৭ সালে ১৭ বছরের এক নারীকে গণধর্ষণের ঘটনা গোটা ভারত ও বিদেশে উত্তাল হয়েছিল। ওই ঘটনায় উত্তর প্রদেশের উন্নাও জেলার বিজেপি নেতা কুলদীপ সিং সেগারসহ আরও কয়েকজনের যাবজ্জীবন কারাদন্ড হয়। ধর্ষিতা নারী উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মহত্যা করতে গিয়েছিলেন। তাঁর বাবাকে সাক্ষ্য লোপাটের জন্য জেলের মধ্যে হত্যা করা হয়। সেই নারীর মা আশা সিং প্রার্থী হলেন উন্নাও থেকে। প্রার্থী হয়েছেন সমাজসেবী পুন পান্ডে, যিনি স্বাস্থ্য কর্মীদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন। তখন পুলিশ তার ওপর অত্যাচার করে বলে অভিযোগ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী হিন্দিতে টুইট করে বলেন, ‘উন্নাওতে বিজেপি যে মহিলার ওপর অত্যাচার করেছিল এখন তিনিই হবেন বিচারের দাবির ন্যায্য মুখ। আশা সিং জিতবেই। প্রিয়াঙ্কা বলেন, ‘সমাজে যারা সংঘর্ষ করেছেন ন্যায় বিচারের জন্য আমরা তাঁদের প্রার্থী করে ভারতের রাজনীতিতে এক নতুন সংস্কৃতি আনতে চাইছি।’ প্রিয়াঙ্কা নিজে প্রার্থী হবেন কি না জানতে চাইলে বলেন, ‘আমি উত্তরপ্রদেশে সংগঠন গড়তে চাইছি। নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাইছি। সমাজের অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছি তাতেই ব্রতী থাকব।’ উত্তরপ্রদেশে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত ধাপে ভোট হবে। ফল ঘোষণা হবে ১০ মার্চ।

সর্বশেষ খবর