বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
ভ্যারিয়েন্ট যা-ই হোক সতর্ক থাকতে হবে

টিকা নিলেই জটিলতা কমবে

ডা. আয়শা আক্তার

নিজস্ব প্রতিবেদক

টিকা নিলেই জটিলতা কমবে

শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেছেন, দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব এখনো আছে। ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তও বাড়তে শুরু করেছে। তাই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং টিকা নিতে হবে। টিকা নিলে করোনা আক্রান্ত হলেও জটিলতা কমবে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে সংক্রমণ শুরু হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, প্রতিবেশী দেশ ভারতে বেশ কিছুদিন আগে ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণ শুরু হয়েছে। আমাদের দেশেও এ ভ্যারিয়েন্টে আক্রান্ত বাড়তে শুরু করেছে। তাই সংক্রমণ ঠেকাতে সরকার জারিকৃত বিধিনিষেধে জোর দিতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। পাশাপাশি সবাইকে টিকা নিতে হবে। যারা ছয় মাস আগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সে রকম ৫০ বছরের বেশি বয়সী নাগরিক ও সম্মুখসারির কর্মীরা বুস্টার ডোজ নেবেন। ডা. আয়শা আক্তার আরও বলেন, ডিসেম্বরে সংক্রমণ কমে আসায় টিকা নেওয়ার প্রতি অনীহা চলে এসেছিল। সংক্রমণ ১-এর ঘরে নেমেছিল, মৃত্যুহীন দিনও গেছে। সংক্রমণ কমে আসায় টিকা কেন্দ্র ফাঁকা হয়ে গিয়েছিল। এখন সংক্রমণ বাড়তে শুরু করায় টিকা নিতে মানুষের ভিড়ও বাড়ছে কেন্দ্রগুলোয়। টিকা দিলে যে কোনো ভ্যারিয়েন্টেই জটিলতা কমবে। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে না, ফলে হাসপাতালে যেতে হচ্ছে না আক্রান্তদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর