মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চাটখিল থানার ওসি ও দুই এএসআইর বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি

জমি জবরদখলে সহযোগিতা করা এবং বিরোধ মীমাংসা করে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এবং উপ-সহকারী পরিদর্শক (এএসআই) জাকির ও সুমনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এ মামলায় আরও নয়জনকে আসামি করা হয়। নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলি আদালতে মামলাটি গত রবিবার করেছেন উত্তর বদলকোটের কাজী রফিক উল্লার ছেলে আবদুল ওয়াহেদ। আদালত পিবিআইকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে। বাদী আবদুল ওয়াহেদ জানান, ওসি ১৩ জানুয়ারি তার বাবা ও ভাইকে থানায় ডেকে নিয়ে বসিয়ে রেখে তাদের জমিতে জোরপূর্বক আরেক পক্ষের দখল কার্যকর করেছেন। ওয়াহেদ বলেন, ওসি খতিয়ান দেখাতে বললে তাঁকে খতিয়ান দেখাই। তখন ওসি প্রস্তাব দেন তিনি আমাদের অন্য জায়গায় জমি কিনে দেবেন। মামলার অভিযোগে জানা যায়, বিবাদী পক্ষের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে বাদী পক্ষের লোকজন ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এরপর এএসআই জাকির ও সুমন সাদা পোশাকে এসে ৯৯৯ এ কল করার জন্য চোটপাট করেন। তারা বলেন, তারা ওসির নির্দেশে এসেছেন। তারা কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেন। থানায় গেলে ওসি তাদের বসিয়ে রেখে সময়ক্ষেপণ করেন। এ সময় তিনি অন্যত্র জমি কিনে দেওয়ারও প্রস্তাব করেন।

বিবাদীপক্ষের বিরুদ্ধে বাদীপক্ষ জমি দখলে সহযোগিতা ও মীমাংসার নামে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আনা হয়েছে। পিবিআই জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, এ বিষয়ে তিনি এখনো কাগজপত্র হাতে পাননি। নথিপত্র হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর