সহকর্মীকে মারধর করায় কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের শাস্তি দাবিতে বিএম কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মচারীরা। এর প্রতিবাদে কাউন্সিলরের সমর্থকরা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের আওতাধীন সিঅ্যান্ডবি রোডের সোমালয় ভবনের সামনে পাল্টা অবরোধ করেন। পাল্টাপাল্টি অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিকাল ৩টা থেকে ইফতারির আগ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে পুরো নগরীতে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। ২০ নম্বর ওয়ার্ডের গোরস্তান রোডে সরকারি বরিশাল কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামানের নির্মাণাধীন বাড়ির নকশা তদারকি নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিসিসির জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বিসিসির সড়ক পরিদর্শক রাজিব খানকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব তার কক্ষে আটকে রেখে মারধর করেন। এর আগেও তিনি বিসিসির আরেক কর্মচারীকে মারধর করেছেন। এর প্রতিবাদে বিসিসির কর্মচারীরা গতকাল বিকালে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। সরেজমিন দেখা যায়, বিএম কলেজ রোডে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী সড়ক অবরোধ করে কাউন্সিলর বিপ্লবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে কাউন্সিলর বিপ্লবের সমর্থকরা টায়ার জ্বালিয়ে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের সোমালয় এলাকায় অবরোধ করেন। এতে উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব জানান, কলেজশিক্ষক কামরুজ্জামান ভবন নির্মাণ করছেন। কাজ শুরুর পর সিটি করপোরেশনের কর্মচারী পরিচয় দিয়ে প্রায়ই একদল যুবক ওই বাড়িতে হানা দেয় এবং নির্মাণ কাজের নানা ত্রুটি দেখিয়ে শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে। ওয়ার্ডের একজন নিরীহ শিক্ষককে হয়রানি করায় তিনি প্রতিবাদ করেন। এটিকে অজুহাত হিসেবে তুলে উচ্চমহলের ইন্ধনে গতকাল বিকাল ৩টার দিকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে গিয়ে সিটি করপোরেশনের কিছু কর্মচারী তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। এদিকে রমজানের শেষ বিকালে নগরীর দুটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘরমুখো মানুষ চরম বিপাকে পড়েন। মহাসড়কে আটকে পড়ে বহু যানবাহন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, উভয় পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ করে। পরে জনদুর্ভোগের বিষয়টি তাদের বুঝিয়ে বলায় উভয় পক্ষ ইফতারির আগে অবরোধ প্রত্যাহার করে নেয়।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বরিশালে পাল্টাপাল্টি অবরোধে জনদুর্ভোগ
মুখোমুখি কাউন্সিলর ও করপোরেশন কর্মীরা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর