সহকর্মীকে মারধর করায় কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের শাস্তি দাবিতে বিএম কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মচারীরা। এর প্রতিবাদে কাউন্সিলরের সমর্থকরা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের আওতাধীন সিঅ্যান্ডবি রোডের সোমালয় ভবনের সামনে পাল্টা অবরোধ করেন। পাল্টাপাল্টি অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিকাল ৩টা থেকে ইফতারির আগ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে পুরো নগরীতে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। ২০ নম্বর ওয়ার্ডের গোরস্তান রোডে সরকারি বরিশাল কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামানের নির্মাণাধীন বাড়ির নকশা তদারকি নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিসিসির জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বিসিসির সড়ক পরিদর্শক রাজিব খানকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব তার কক্ষে আটকে রেখে মারধর করেন। এর আগেও তিনি বিসিসির আরেক কর্মচারীকে মারধর করেছেন। এর প্রতিবাদে বিসিসির কর্মচারীরা গতকাল বিকালে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। সরেজমিন দেখা যায়, বিএম কলেজ রোডে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী সড়ক অবরোধ করে কাউন্সিলর বিপ্লবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে কাউন্সিলর বিপ্লবের সমর্থকরা টায়ার জ্বালিয়ে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের সোমালয় এলাকায় অবরোধ করেন। এতে উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব জানান, কলেজশিক্ষক কামরুজ্জামান ভবন নির্মাণ করছেন। কাজ শুরুর পর সিটি করপোরেশনের কর্মচারী পরিচয় দিয়ে প্রায়ই একদল যুবক ওই বাড়িতে হানা দেয় এবং নির্মাণ কাজের নানা ত্রুটি দেখিয়ে শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে। ওয়ার্ডের একজন নিরীহ শিক্ষককে হয়রানি করায় তিনি প্রতিবাদ করেন। এটিকে অজুহাত হিসেবে তুলে উচ্চমহলের ইন্ধনে গতকাল বিকাল ৩টার দিকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে গিয়ে সিটি করপোরেশনের কিছু কর্মচারী তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। এদিকে রমজানের শেষ বিকালে নগরীর দুটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘরমুখো মানুষ চরম বিপাকে পড়েন। মহাসড়কে আটকে পড়ে বহু যানবাহন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, উভয় পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ করে। পরে জনদুর্ভোগের বিষয়টি তাদের বুঝিয়ে বলায় উভয় পক্ষ ইফতারির আগে অবরোধ প্রত্যাহার করে নেয়।
শিরোনাম
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
- শাপলা কলি দেওয়া হলে নেবে এনসিপি
- সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব
- বিয়ের দিন ঠিক করতে গিয়ে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে
বরিশালে পাল্টাপাল্টি অবরোধে জনদুর্ভোগ
মুখোমুখি কাউন্সিলর ও করপোরেশন কর্মীরা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর