সহকর্মীকে মারধর করায় কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের শাস্তি দাবিতে বিএম কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মচারীরা। এর প্রতিবাদে কাউন্সিলরের সমর্থকরা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের আওতাধীন সিঅ্যান্ডবি রোডের সোমালয় ভবনের সামনে পাল্টা অবরোধ করেন। পাল্টাপাল্টি অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিকাল ৩টা থেকে ইফতারির আগ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে পুরো নগরীতে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। ২০ নম্বর ওয়ার্ডের গোরস্তান রোডে সরকারি বরিশাল কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামানের নির্মাণাধীন বাড়ির নকশা তদারকি নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিসিসির জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বিসিসির সড়ক পরিদর্শক রাজিব খানকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব তার কক্ষে আটকে রেখে মারধর করেন। এর আগেও তিনি বিসিসির আরেক কর্মচারীকে মারধর করেছেন। এর প্রতিবাদে বিসিসির কর্মচারীরা গতকাল বিকালে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। সরেজমিন দেখা যায়, বিএম কলেজ রোডে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী সড়ক অবরোধ করে কাউন্সিলর বিপ্লবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে কাউন্সিলর বিপ্লবের সমর্থকরা টায়ার জ্বালিয়ে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের সোমালয় এলাকায় অবরোধ করেন। এতে উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব জানান, কলেজশিক্ষক কামরুজ্জামান ভবন নির্মাণ করছেন। কাজ শুরুর পর সিটি করপোরেশনের কর্মচারী পরিচয় দিয়ে প্রায়ই একদল যুবক ওই বাড়িতে হানা দেয় এবং নির্মাণ কাজের নানা ত্রুটি দেখিয়ে শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে। ওয়ার্ডের একজন নিরীহ শিক্ষককে হয়রানি করায় তিনি প্রতিবাদ করেন। এটিকে অজুহাত হিসেবে তুলে উচ্চমহলের ইন্ধনে গতকাল বিকাল ৩টার দিকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে গিয়ে সিটি করপোরেশনের কিছু কর্মচারী তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। এদিকে রমজানের শেষ বিকালে নগরীর দুটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘরমুখো মানুষ চরম বিপাকে পড়েন। মহাসড়কে আটকে পড়ে বহু যানবাহন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, উভয় পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ করে। পরে জনদুর্ভোগের বিষয়টি তাদের বুঝিয়ে বলায় উভয় পক্ষ ইফতারির আগে অবরোধ প্রত্যাহার করে নেয়।
শিরোনাম
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
বরিশালে পাল্টাপাল্টি অবরোধে জনদুর্ভোগ
মুখোমুখি কাউন্সিলর ও করপোরেশন কর্মীরা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর