সহকর্মীকে মারধর করায় কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের শাস্তি দাবিতে বিএম কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মচারীরা। এর প্রতিবাদে কাউন্সিলরের সমর্থকরা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের আওতাধীন সিঅ্যান্ডবি রোডের সোমালয় ভবনের সামনে পাল্টা অবরোধ করেন। পাল্টাপাল্টি অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিকাল ৩টা থেকে ইফতারির আগ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে পুরো নগরীতে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। ২০ নম্বর ওয়ার্ডের গোরস্তান রোডে সরকারি বরিশাল কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামানের নির্মাণাধীন বাড়ির নকশা তদারকি নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিসিসির জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বিসিসির সড়ক পরিদর্শক রাজিব খানকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব তার কক্ষে আটকে রেখে মারধর করেন। এর আগেও তিনি বিসিসির আরেক কর্মচারীকে মারধর করেছেন। এর প্রতিবাদে বিসিসির কর্মচারীরা গতকাল বিকালে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। সরেজমিন দেখা যায়, বিএম কলেজ রোডে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী সড়ক অবরোধ করে কাউন্সিলর বিপ্লবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে কাউন্সিলর বিপ্লবের সমর্থকরা টায়ার জ্বালিয়ে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের সোমালয় এলাকায় অবরোধ করেন। এতে উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব জানান, কলেজশিক্ষক কামরুজ্জামান ভবন নির্মাণ করছেন। কাজ শুরুর পর সিটি করপোরেশনের কর্মচারী পরিচয় দিয়ে প্রায়ই একদল যুবক ওই বাড়িতে হানা দেয় এবং নির্মাণ কাজের নানা ত্রুটি দেখিয়ে শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে। ওয়ার্ডের একজন নিরীহ শিক্ষককে হয়রানি করায় তিনি প্রতিবাদ করেন। এটিকে অজুহাত হিসেবে তুলে উচ্চমহলের ইন্ধনে গতকাল বিকাল ৩টার দিকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে গিয়ে সিটি করপোরেশনের কিছু কর্মচারী তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। এদিকে রমজানের শেষ বিকালে নগরীর দুটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘরমুখো মানুষ চরম বিপাকে পড়েন। মহাসড়কে আটকে পড়ে বহু যানবাহন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, উভয় পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ করে। পরে জনদুর্ভোগের বিষয়টি তাদের বুঝিয়ে বলায় উভয় পক্ষ ইফতারির আগে অবরোধ প্রত্যাহার করে নেয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ