বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

সাংবাদিক আমীর খসরুর মায়ের মৃত্যুতে হত্যা মামলা

পিরোজপুর প্রতিনিধি

সিনিয়র সাংবাদিক আমীর খসরুর মা সিতারা হালিমের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। গতকাল দুপুরে আমীর খসরু বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় এ মামলা করেন। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ রংমিস্ত্রিসহ ছয়-সাত জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৫ মে রাত ৮টা ৫ মিনিট থেকে ১৬ মে সকাল ৯টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা আসামিরা সিতারা হালিমকে হত্যা করেছেন। ১৬ মে সকাল ৯টার দিকে বাসার নিচতলার ভাড়াটিয়ারা সাড়াশব্দ না পেয়ে ফোনে তাঁর মেয়ে সারশা আরজুকে জানান। খবর পেয়ে তিনি এসে মাকে মৃত অবস্থায় দেখে আত্মীয়স্বজনদের জানান। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ চেষ্টা করছে। বাসার ভাড়াটিয়া ও যাতায়াতকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া সন্দেহভাজনদের গতিবিধি সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পুলিশ সপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, ‘ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ চেষ্টা করছে। অল্প কয়েক দিনের মধ্যেই এর রহস্য উদ্ঘাটনে সক্ষম হব।’ প্রসঙ্গত, সোমবার সকালে পিরোজপুরের সিআইপাড়ার নিজ বাসভবন থেকে সিতারা হালিমের লাশ উদ্ধার করা হয়। সোমবার রাত ৯টায় সরকারি বালক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে লাশ দাফন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর