টাকার বিপরীতে আবারও বাড়ানো হলো ডলারের দর। গতকাল বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের মূল্য ১ টাকা ১০ পয়সা বৃদ্ধি করে ৮৯ টাকা নির্ধারণ করেছে। এই দর কার্যকর হবে সব আন্তব্যাংক লেনদেন ও কার্ব মার্কেটে। গতকাল প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৭ টাকা ৯০ পয়সা থেকে বৃদ্ধি করে নতুন এ দর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বিসি সেলিং রেট নির্ধারণ হয়েছে ৮৯ টাকা ১৫ পয়সা। এ রেট সমন্বয় করেই একচেঞ্জ হাউসগুলো ডলার বিক্রি করবে।
ডলার বাজারে কয়েক সপ্তাহ ধরে চরম অস্থিরতা তৈরি হয়। কোথাও কোথাও ১০৫ টাকায় ডলার বিক্রি হওয়ার খবর পাওয়া যায়। সংকট ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার বিক্রি করে। এ ছাড়াও আরও কিছু উদ্যোগ নেয়। যার অংশ হিসেবে কয়েক দফা ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করা হয়। চলতি মে মাসেই তিনবার অবমূল্যায়ন করে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি)। বৈঠকে একই দর মেনে সবাই ডলার বিনিময় করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের আলোকে নতুন দর নির্ধারণ করা হলো।