শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা
সারা দেশে খুনোখুনি অব্যাহত

নববধূকে গলা কেটে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সোলধারা গ্রাম থেকে নববধূ সুমী আক্তারের (২২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে নিহতের স্বামী রুপকের বাড়ি থেকেই এই লাশ উদ্ধার করা হয়। বানিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান আর এস আনসারী বিল্টু বলেন, দুপুরে হত্যাকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে যাই। সেখানে ঘরের একটি কামরায় নিহতের হাত পিছনে বাধা ও গলা কাটা ছিল এবং বাইরে থেকে ঘরের দরজাও বন্ধ ছিল। স্বামী রুপক তার আহত মাকে নিয়ে সাভার এনাম ক্লিনিকে ভর্তি করেছেন। রুপকের মামা অ্যাডভোকেট রওশন আলম বলেন রুপক আমার আপন ভাগ্নে। সে আমার চেম্বারে মুহুরীর কাজ করে। দুপুরে জানতে পারি আমার বোন (রুপকের মা) আহত হয়েছেন। আমি থানায় ফোন করি। পুলিশ আসলে দেখা যায় ভিন্ন ঘটনা। ঘরের ভিতর ভাগ্নের বৌ গলাকাটা অবস্থায় পড়ে আছে। ভাগ্নে তার আহত মাকে নিয়ে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে। মাত্র একমাস আগে কাগজোর গ্রামের রহম আলীর মেয়ে সুমীর সঙ্গে তার বিয়ে হয়। কি কারণে এমন ঘটনা ঘটেছে বোন-ভাগ্নের সঙ্গে কথা বলতে পারলে বিস্তারিত জানা যাবে। ঘটনার পর থেকে মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী জানান, বেলা আড়াইটার দিকে ফোনে এক ব্যক্তি জানান আত্মীয় আহতের ঘটনায় থানায় জিডি করা দরকার। এ কথা  শুনে আমরা ঘটনাস্থলে এসে  দেখতে পাই ঘরের ভিতরে পিছনে হাতবাঁধা নববধূর লাশ পড়ে আছে। আহত শাশুড়িকে সাভারের  হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

নিহতের স্বামী ও শাশুড়ির সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায়  এখনো কোনো মামলা হয়নি। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর