মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা
কাতার সশস্ত্র বাহিনীর উপহার

বাংলাদেশ পেল ১৮ ঘোড়া

কাতার প্রতিনিধি

বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ১৮টি ঘোড়া উপহার দিয়েছে কাতার সশস্ত্র বাহিনী। কাতার বিমানঘাঁটি থেকে আমিরি বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট গতকাল সকালে রওনা দেয়। ওই সময় আল উদেইদ ঘোড়া বহনকারী বিমানকে আনুষ্ঠানিক বিদায় জানাতে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন, দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, দূতালয় প্রধান তন্ময় ইসলাম ও কাতার সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। কাতারের এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে কাতার সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী কাতার সশস্ত্র বাহিনীকে ১০টি বিরল প্রজাতির হরিণ প্রদান করবে। একই ফিরতি ফ্লাইটের মাধ্যমে হরিণগুলো কাতারে পাঠানো হবে। কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আল আকিল আল নাবেত সম্প্রতি বাংলাদেশ সফর করেন। উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর