শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বর্ণাঢ্য শোভাযাত্রায় জন্মাষ্টমী পালিত

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য শোভাযাত্রায় জন্মাষ্টমী পালিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। শ্রীশ্রী গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল কৃষ্ণের জন্মতিথি পালন করেছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা।

জন্মাষ্টমী উপলক্ষে গতকাল রাজধানীর পলাশীর মোড় থেকে কেন্দ্রীয় শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্কে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি এ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের মতো সাজে আসতে দেখা যায় ভক্তবৃন্দকে। মাথায় ময়ূরপুচ্ছ লাগিয়ে হাতে বাঁশি হাতে শ্রীকৃষ্ণের মতো সাজের পাশাপাশি শিশুরা অনেকেই সেজেছিল কৃষ্ণের খেলার সাথী বলরাম, সুবলের মতো করে। মেয়েরা এসেছিল গোপী সাজে। নতুন শাড়িতে কলসী কাঁধে অনেকেই এসেছিলেন রাধার অনুরূপে। এভাবে বিভিন্ন মহল্লা থেকে শোভাযাত্রা নিয়ে এসে মূল শোভাযাত্রায় যোগ দেন নগরবাসী। রাতে কৃষ্ণপূজার মধ্য দিয়ে শেষ হয় জন্মাষ্টমীর মূল আনুষ্ঠানিকতা। এ বছর জন্মাষ্টমী উপলক্ষে তিন দিনের কর্মসূচি নিয়েছিলেন আয়োজকবৃন্দ। আয়োজনের শেষ দিন আজ বিকাল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। সভার উদ্বোধন করবেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সর্বশেষ খবর