সাবেক আইজিপি নূর মোহাম্মদ জানান, ‘ইউনিফর্ম পরা অবস্থায় অনেকেই অনেক কিছু বলেন। আদর করে তাদের অনেকেই অনেক নামে ডাকেন। তারা ভাবতেও চান না কিছুদিন পরেই তার শরীরে ইউনিফর্ম থাকবে না। ওই সময় তার সঙ্গে কী আচরণ করা হতে পারে! বাহিনীর শীর্ষ পর্যায়ের এমন অনেকেই আছেন, যারা কেবল ব্যক্তি সুবিধা আদায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্যই সরকারপ্রধানকে অবহিত করেন না। এতে দিনের পর দিন ধরে বঞ্চিত হচ্ছেন অনেক পেশাদার, দক্ষ কর্মকর্তা। এটা সত্যিই খুব দুঃখজনক। পরোক্ষভাবে এর বিরূপ প্রভাব পড়ছে বাহিনী এবং সরকারের ওপরও।’ পলিসি গ্রহণের জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামত নেওয়া হয় না উল্লেখ করে সাবেক এই পুলিশপ্রধান বলেন, ১০-১৫ বছর আগ পর্যন্ত মাঝে মাঝেই পুলিশ সদর দফতরে বিশেষ সভার আয়োজন করে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মতামত নেওয়া হতো। বিদ্যমান কোনো পলিসিতে সংযোজন কিংবা বিয়োজনের জন্য তাদের মতামত নেওয়া হতো। একই সঙ্গে ত্রৈমাসিক সভাগুলোতে ওপেন ফোরামে শীর্ষ কর্মকর্তাদের মতামত নেওয়ার সংস্কৃতি ছিল। ওই সভাগুলোতে সারা দেশের বিভিন্ন এলাকায় কর্মকর্তাদের পারফরম্যান্স, পদোন্নতি, পদায়নের বিষয়গুলোও উঠে আসত। নূর মোহাম্মদ বলেন, বর্তমান সরকার অন্য যে কোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক উদার। তাই সরকারপ্রধানকে কোনো বিষয়ে অন্ধকারে রাখার মানসিকতা থেকে সরে আসতে হবে। রাজনৈতিক নেতারা তো সবসময়ই তদবির করতেন। তদবিরের কতটুকু নেবেন আর কতটুকু নেবেন না, তা নির্ভর করবে কর্তব্যরত অফিসারের ওপর। এক্ষেত্রে সবচেয়ে পীড়াদায়ক হলো, এখন কর্মকর্তাদের তার ঊর্ধ্বতনরা ডিফেন্ড করেন না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে। জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি উল্লেখ করে সাবেক এই আইজিপি বলেন, শৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় দেওয়া উচিত নয়। এ বিষয়ে সবার জন্যই সমান দৃষ্টিভঙ্গি রাখা উচিত। পেশাগত উৎকর্ষতার জন্য বাহিনীর সদস্যদের যথাযথ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
শিরোনাম
- ইশরাকের গেজেট: রায়ের বিরুদ্ধে আপিল করবে না ইসি
- সাংবাদিকদের কণ্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় কোনো আইন নেই : কাদের গনি চৌধুরী
- গুগল এবং কোওরার সিইওদের মন্তব্যে সাড়া দিলেন ইলন মাস্ক
- তিন দফা দাবিতে বুধবার ‘লংমার্চ টু যমুনা’ জবি শিক্ষার্থীদের
- আঠারো কোটি টাকার অবৈধ জাল ও মাছ জব্দ করল নৌবাহিনী
- শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি কো-কারিকুলামে অভ্যস্ত করতে হবে : প্রাথমিক উপদেষ্টা
- কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না : মুফতি রেজাউল করীম
- সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের সমরাস্ত্র চুক্তি সই
- বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজের সূচি
- ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
- কারাগারে থেকেই মেয়র নির্বাচিত হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো
- ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ আহত ২০
- ভারত-শাসিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ৩
- স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি যুবরাজকে বন্ধু বললেন ট্রাম্প
- দিনাজপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
- বাগেরহাটে ভারতীয় নাগরিককে এনআইডি দেওয়ার অভিযোগ, দুদকের মামলা
- রাতের আঁধারে কুপিয়ে জখম, আরো একজন মারা গেছেন
- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী
- পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
ব্যক্তি সুবিধার জন্য অনেক তথ্যই জানানো হয় না সরকারকে
নূর মোহাম্মদ
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর