শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নেতা-কর্মীর ঢল নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

নেতা-কর্মীর ঢল নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা

কয়েক হাজার নেতা-কর্মী সঙ্গে নিয়ে গতকাল জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট -বাংলাদেশ প্রতিদিন

জামিনে মুক্ত হয়ে কয়েক হাজার নেতা-কর্মী সঙ্গে নিয়ে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বিকাল পৌনে ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের জন্য দোয়া করা হয়। বিকাল ৪টায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত ছিল। কিন্তু বেলা আড়াইটায় যুবলীগ নেতা-কর্মীরা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় স্লোগান দিতে দিতে জড়ো হতে শুরু করেন। কলাবাগান, সোবহানবাগ মসজিদ, ধানমন্ডি ১১ নম্বরে তারা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে’, ‘পঁচাত্তরের খুনিরা, হুঁশিয়ার সাবধান’, ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন। শ্রদ্ধা নিবেদনের শেষে নেতা-কর্মীদের সঙ্গে সম্রাট স্লোগান দেন- ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্রাট বলেন, ‘আমার রক্তে রাজনীতি। জননেত্রী শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই আজীবন কাজ করব। নেত্রী যে নির্দেশনা দেবেন তা-ই পালন করব। বঙ্গবন্ধুকন্যা আমার রাজনৈতিক অভিভাবক।’ যুবলীগের এই নেতা বলেন, ‘জাতির শোকের মাসে স্বাধীনতাবিরোধীরা যে আস্ফালন করছে, দেশের যুবসমাজ তা মেনে নেবে না। বিএনপি-জামায়াত সন্ত্রাসের পথ বেছে নিলে যুবসমাজ রাজপথেই মোকাবিলা করবে।’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দীর্ঘদিন বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ২২ আগস্ট রাতে মুক্তি পান। গতকাল শ্রদ্ধা নিবেদন শেষে অসুস্থতাবোধ করায় আবারও বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় যান।

রাজনীতিতে সক্রিয় হওয়ার জোর দাবি : গতকাল শ্রদ্ধা জানাতে আসা হাজারো নেতা-কর্মী সম্রাটকে রাজনীতিতে দ্রুত সক্রিয় হওয়ার দাবি তুলেছেন। তারা বলেছেন, ঢাকা শহরে বিএনপি-জামায়াত এখন মাঝেমধ্যেই আস্ফালন করছে, তারা মিছিল-সমাবেশ করে সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। এজন্য তৃণমূল নেতা-কর্মীদের প্রাণের দাবি দ্রুত সম্রাট রাজনীতিতে সক্রিয় হোন। এতে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নাশকতার পথ বন্ধ করা সম্ভব হবে। কারণ সম্রাটের ডাকে এক মুহূর্তে নেতা-কর্মীরা জড়ো হন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর