বান্দরবানে গতকাল বিকালে এক পাহাড়ি কবিরাজকে গুলি করে হত্যা করা হয়েছে। রোয়াংছড়ি উপজেলার কদমপ্রু পাড়া এলাকা থেকে গতকাল সন্ধ্যায় পাহাড়ি কবিরাজের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পাহাড়ি কবিরাজের নাম মংসাই মারমা (৪৮)। পাড়াবাসী জানান, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে পাশের বরইতলি পাড়ায় কবিরাজি করে ফেরার পথে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। রোয়াংছড়ি থানার ওসি মোহাম্মদ আবদুল মান্নান এবং তারাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উনুমং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তারাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উনুমং মারমা জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে- তা স্পষ্ট নয়। তিনি বলেন, তার জানা মতে, নিহত মংসাই মারমা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে নিহত মংসাই মারমার লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গাদা বন্দুকের গুলিতে তাকে হত্যা করা হয়েছে।