বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

করোনাকে ছাড়িয়ে যাচ্ছে ডেঙ্গু

নিজস্ব প্রতিবেদক

করোনাকে ছাড়িয়ে যাচ্ছে ডেঙ্গু

দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭২ জন। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই সময়ে শুধু হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন। শুধু ঢাকাতেই ভর্তি হয়েছেন ১৯৬ জন ডেঙ্গু রোগী, যা সারা দেশে শনাক্ত করোনা রোগীর চেয়ে ২৪ জন বেশি। গত এক দিনে করোনা বা ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার ছিল ৪.০৮ শতাংশ। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৬২ জন করোনা রোগী। গতকাল সারা দেশে ১৯৫ জন কভিড রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। অন্যদিকে ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন ৭১২ জন। এর মধ্যে শুধু ঢাকাতেই ভর্তি ছিলেন ৬০১ জন ও ঢাকার বাইরে ১১১ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর