বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ফেসবুক-ইউটিউব থেকে উসকানিমূলক ভিডিও সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক-ইউটিউব থেকে উসকানিমূলক ভিডিও সরানোর নির্দেশ

পুরনো ভিডিওর সঙ্গে সত্য-মিথ্যা যুক্ত করে উসকানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে- এমন ভিডিও ফেসবুক এবং ইউটিউব থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন উসকানিমূলক ছয়টি ভিডিও লিংক সরাতে ফেসবুক-ইউটিউব কর্তৃপক্ষ ও বিটিআরসিকে নির্দেশ দেন আদালত। গতকাল বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের পাশাপাশি রুলও জারি করেছেন আদালত। রুলে দেশের সুনাম ক্ষুণ্ন করে- এমন উসকানিমূলক ভিডিও সরাতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুন্সী মনিরুজ্জামান, অ্যাডভোকেট ইউসুফ খান, ব্যারিস্টার আরাফাত হোসেন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

উসকানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ভুয়া সংবাদ ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশনা চেয়ে গত ২৫ আগস্ট রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

সর্বশেষ খবর