ভয়াবহ দুর্নীতিতে নিমজ্জিত দেশের সেবা খাত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা অনুযায়ী, ১৭টি খাত থেকে সেবা পেতে এক বছরে দেশের মানুষকে ঘুষ দিতে হয়েছে ১০ হাজার ৮৩০ কোটি টাকা। ৭০ দশমিক ৯ শতাংশ খানাই দুর্নীতির শিকার। দুর্নীতির অভিযোগ করলেও ৭২ শতাংশ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও বদলাচ্ছে না চিত্র। দুর্নীতি বন্ধে কী করণীয়- জানিয়েছেন বিভিন্ন খাতের বিশিষ্টজনেরা। কথা বলেছেন- শামীম আহমেদ ও আরাফাত মুন্না
► পুরস্কার ও শাস্তির ব্যবস্থা থাকতে হবে
► দুর্নীতি উৎখাতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে
► তিনটি উদ্যোগ যুগপৎভাবে চলতে হবে