শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হালুয়াঘাটে বন্যহাতির তাণ্ডব রুখতে গিয়ে প্রাণ গেল কৃষকের

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যহাতির আক্রমণে নওশের আলী (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার সীমান্তবর্তী কড়ইতলি কোচপাড়া এলাকার আবাদি ভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত নওশের আলী উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কোচপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন ওরফে নূর মোহাম্মদের ছেলে। স্থানীয়ভাবে জানা যায়, ভারতীয় বন্যহাতির দল খাদ্যের সন্ধানে প্রতিদিন এখানকার লোকালয়ে চলে আসে। হাতির দল তাদের আবাদি সবজি ও আমন ধানের ফসল নষ্ট করে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে ফসলি জমিতে হাতির দল নেমেছে শুনে ছুটে আসে এলাকাবাসী। টর্চ লাইট, মশাল জ্বালিয়ে ও ডাকচিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা করা হয়। এ সময় অন্য কৃষকদের সঙ্গে গিয়েছিলেন বৃদ্ধ নওশের আলী। এক পর্যায়ে একটি হাতি তার দিকে তেড়ে আসে। অবস্থা বেগতিক দেখে সঙ্গে থাকা অন্যরা দৌড়ে নিরাপদ স্থানে চলে গেলেও কৃষক নওশের ধান খেতে পড়ে যান। এ সময় হাতিটি অতর্কিত আক্রমণ চালিয়ে তাকে পায়ে পিষ্ট করে। কৃষক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানা, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া, গোপালপুর বন বিভাগের বিট কর্মকর্তা মো. মাহজারুল হক। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক নিহত হওয়ার খবর জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর