শিরোনাম
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

রোডম্যাপে তথ্য বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের প্রকাশিত রোডম্যাপে পরস্পরবিরোধী তথ্য উপস্থাপন করার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে ইসির বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। রোডম্যাপে বলা হয়েছে- ইসির সংলাপে অংশ নেয় ২৯টি রাজনৈতিক দল। এর মধ্যে সরাসরি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পক্ষে মত দিয়েছিল ১২টি দল, সরাসরি বিপক্ষে ছিল ৬টি এবং শর্তসাপেক্ষে ইভিএমের পক্ষে ছিল ১১টি রাজনৈতিক দল। সেই হিসেবে মোট ২৩টি রাজনৈতিক দল সরাসরি ও শর্তসাপেক্ষে ইভিএমের পক্ষে থাকার কথা। কিন্তু একই রোডম্যাপের পরের পৃষ্ঠায় বলা হয়েছে- সংলাপে অংশগ্রহণকারী ২৯টি দলের মধ্যে ইভিএমের পক্ষে মত দিয়েছে ১৭টি দল। বিপক্ষে মত দিয়েছে ১২টি দল। এমনকি ইভিএমের পক্ষে মত  দেওয়া যে ১৭ দলের নাম তালিকা প্রকাশ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংলাপে দলগুলোর দেওয়া লিখিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে দেখা যায়, ১৭টির মধ্যে ৩টি দল- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ইভিএমের বিপক্ষে মত দিয়েছিল। তারপরও তথ্য বিকৃত করে এদের ইভিএমের পক্ষে মত প্রদানকারী দল হিসেবে দেখানো হয়েছে রোডম্যাপে।

সর্বশেষ খবর