শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
অবহেলায় হয় সর্বনাশ

করোনা শনাক্তের হার ছাড়াল ১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

করোনা শনাক্তের হার ছাড়াল ১৫ শতাংশ

নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার প্রায় আড়াই মাস পর ফের ১৫ শতাংশ ছাড়িয়ে গেল। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় ৬২০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ১৫.৩৮ শতাংশ। সবশেষ ১৫ শতাংশের বেশি শনাক্ত হারের খবর এসেছিল ১০ জুলাই। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন একজন। সুস্থ হয়ে উঠেছেন ৩৪৫ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৪৭ জন। মোট মৃতের মধ্যে ১৮ হাজার ৭৩৩ জন (৬৩.৮৩ শতাংশ) পুরুষ ও ১০ হাজার ৬১৪ জন (৩৬.১৭ শতাংশ) নারী। ৭৯ শতাংশের বেশি মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব মানুষের। ৪৪ ভাগ মৃত্যু হয়েছে শুধু ঢাকা বিভাগে।

এদিকে দেশে এখন করোনা মহামারির পঞ্চম ঢেউ চলছে। হুহু করে সংক্রমণ বাড়ছে। গত জুনের মাঝামাঝি দেশে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানে। জুলাইর আগেই শনাক্তের হার ছাড়িয়ে যায় ১৫ শতাংশ। মধ্য জুলাই থেকে সংক্রমণ ফের কমতে কমতে ২২ আগস্ট শনাক্তের হার নেমে আসে ৩.১৫ শতাংশে। পরদিন ফের বাড়তে শুরু করে। ২৫ আগস্ট ৪ শতাংশ, ৩১ আগস্ট ৫ শতাংশ, ৩ সেপ্টেম্বর ৬ শতাংশ, ৮ সেপ্টেম্বর ৭ শতাংশ, ৯ সেপ্টেম্বর ৮ শতাংশ, ১২ সেপ্টেম্বর ৯ শতাংশ, ১৩ সেপ্টেম্বর ১০ শতাংশ, ১৮ সেপ্টেম্বর ১২ শতাংশ, ২১ সেপ্টেম্বর ১৪ শতাংশ ও গত ২৪ ঘণ্টায় ১৫ শতাংশ ছাড়িয়ে যায়।

 

 

সর্বশেষ খবর