বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

আম্ফানের মতো হতে পারে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির বার্তা রয়েছে। আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস বার্তাটি দিয়েছে। তারা বলেছে, ১৭ অক্টোবর লঘুচাপ সৃষ্টি হবে। পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়ে ঝড় হবে। ভারতের অন্ধ্র প্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ ও আমাদের সুন্দরবনের কিছু অংশে আঘাত হানতে পারে। এটি আম্পানের মতো সুপার সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। গতকাল সচিবালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, আমাদের আবহাওয়াবিদরা এর ওপর নজর রাখছেন। কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো আশঙ্কার কথা তারা জানাননি। তারা বলেছেন, আরও পর্যবেক্ষণ করতে হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপ এখনও সৃষ্টি হয়নি। এনামুর রহমান বলেন, ঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে সিত্রাং। এটি থাইল্যান্ডের দেওয়া নাম। আমাদের আবহাওয়া দফতর জাপান ও ভারতের আবহাওয়া দফতরের সঙ্গে যৌথভাবে কাজ করে। সিদ্ধান্ত আসলে, আগাম প্রস্তুতির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, আমাদের মাঠ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের কাছে এ বার্তা পৌঁছে গেছে। তারা প্রস্তুত আছে। আশ্রয় কেন্দ্রে আমাদের মন্ত্রণালয় থেকে চাল, শুকনো খাবার, সুপেয় পানি ও নগদ টাকা পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ খবর