সাবেক পুলিশ সুপার বাবুল আকতারসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ইউটিউবে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সোমবার রাতে পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাঈমা সুলতানা বাদী হয়ে নগরীর খুলশী থানায় মামলাটি করেন। তবে বুধবার গভীর রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। মামলায় অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাবুলের বাবা আবদুল ওয়াদুদ ও ভাই হাবিবুর রহমান লাভু।
সিএমপির খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়- কথিত সাংবাদিক ইলিয়াছ হোসেন বিদেশে পলাতক থাকা অবস্থায় ৩ সেপ্টেম্বর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ‘স্ত্রী খুন, স্বামী জেলে : খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’ শিরোনামে ৪২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। বাবুল আকতার, তার ভাই ও বাবার প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় তিনি এটা করেছেন। এতে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়। মিতু হত্যা মামলার তদন্ত বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে এসব প্রচার করা হয়। প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে খুন হন সাবেক এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ১৩ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পিবিআই; যাতে বাবুল আকতারসহ সাতজনকে আসামি করা হয়।