জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেছেন, জামালপুর হচ্ছে আওয়ামী লীগের ভোটব্যাংক। নির্বাচনে এ জেলায় আওয়ামী লীগের বিজয় অবশ্যম্ভাবী। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় নিজ দলের অবস্থান ব্যাখ্যা করে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ও সুপ্রাচীন রাজনৈতিক দল। একাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ নামের ভূখন্ডের জন্ম হয়। এই ভূখন্ড অর্জন করার পেছনে ভূমিকা রেখেছে আওয়ামী লীগ। দীর্ঘ ৭৪ বছরের রাজনৈতিক পরিক্রমায় আওয়ামী লীগ সংগ্রামে, সংকটে, অর্জনে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আজ সুবিশাল রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তবে আওয়ামী লীগকে ৭৩ বছরের বৃদ্ধ মনে হয় না, মনে হয় ২৫ বছরের টগবগে যুবক। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে থেকে দলকে ধ্বংসস্তূপের মধ্য থেকে ফিনিক্স পাখির মতো সামনে তুলে এনে চতুর্থ মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছেন। তার নেতৃত্বেই আমরা রাজনীতি করছি। আমরা কোনো নির্বাচনকে ভয় পাই না। আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী রাজনৈতিক দল।’ জেলা আওয়ামী লীগের এই সভাপতি বলেন, জামালপুুরের মানুষ ভৌগোলিকভাবেই আওয়ামী লীগের ভক্ত, অনুরক্ত। জামালপুর জেলা আওয়ামী লীগের একটি ভোটব্যাংক। ১৯৭০ থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে এখানকার মানুষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়েছেন। তিনি বলেন, যারাই প্রার্থী হওয়ার আশা পোষণ করছেন, মনোনয়ন যারা পাবেন নেতা-কর্মীরা তাদের পক্ষেই কাজ করবেন। অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘নির্বাচন সামনে রেখে জামালপুর জেলায় আমাদের ৭ হাজার ৩৬১টি কমিটি নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের ৭টি উপজেলা, একটি প্রথম শ্রেণির পৌরসভা, এটি নিয়ে আমাদের ৮টি উপজেলা। আমাদের ১০টি সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন, তাদের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, পৌরসভা এবং জেলা পর্যায়ের কমিটি আছে। ৭ হাজার ৩৬১টি কমিটিতে আমাদের ৫ লক্ষাধিক নেতা-কর্মী আছেন। তাই নির্বাচনকে আমরা ভয় পাই না।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
জামালপুর হচ্ছে আওয়ামী লীগের ভোটব্যাংক
---------- মুহাম্মদ বাকী বিল্লাহ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর