জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিএনপির প্রতি জনগণের আস্থা আর বিশ্বাসই বিএনপির মূল শক্তি। বিএনপি ১৬ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। এর পরও বিএনপির যে জনপ্রিয়তা, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ওয়ারেছ আলী মামুন বলেন, ‘ক্ষমতার বাইরে থাকার এই দীর্ঘ ১৬ বছরে নানা ইস্যুতে জনগণের দাবি নিয়ে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এখনো তা অব্যাহত আছে। পাশাপাশি আন্দোলন বেগবান করার জন্য আমাদের সাংগঠনিক তৎপরতা অব্যাহত আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সাংগঠনিক তৎপরতা ব্যাপকভাবে চালাচ্ছি। ইতোমধ্যে জামালপুর জেলা বিএনপির অধীন সব উপজেলা, পৌরসভায় নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করেছি। তাদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আমরা যথারীতি উপজেলা ও পৌরসভার সম্মেলনগুলো করছি।’ তিনি বলেন, তবে বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। বর্তমান সময়ে আওয়ামী লীগ ও প্রশাসনের বাধার মুখে আমাদের যে সাংগঠনিক তৎপরতা চালানোর কথা, সেটি আসলে আমরা সেভাবে চালাতে পারছি না। মাদারগঞ্জ উপজেলা বিএনপির অধীন একটি ইউনিয়ন বিএনপির সম্মেলন আমরা দলীয় কার্যালয়ে করতে বাধ্য হয়েছি। কারণ উন্মুক্ত স্থানে আমাদের দলীয় সাংগঠনিক কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। এর আগেও পৌর বিএনপির সম্মেলন জামালপুরে করতে বাধ্য হয়েছি। এর পরও আমরা মনে করি বর্তমান সময়ে বিএনপির সাংগঠনিক কাঠামো বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুদৃঢ় ও সুসংহত।’ জেলা বিএনপির এই সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা যেটি প্রথম থেকেই বলে আসছি এবং আজকের বাস্তবতার আলোকে প্রমাণিত যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি এবং একটি পর্যায়ে জনগণ নির্বাচনবিমুখ হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের দল বিএনপির অবস্থান একদম পরিষ্কার, আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সংগ্রাম করছি। আমরা মনে করি এ সংগ্রামের মধ্য দিয়ে আমরা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে পারব ইনশা আল্লাহ।’
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
জনগণের আস্থা আর বিশ্বাসই বিএনপির মূল শক্তি
------ শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর