বগুড়ার আদমদীঘিতে রেললাইনে ভাঙা দেখতে পেয়ে এক যুবক লাল কাপড় টাঙিয়ে দেন। এতে দুর্ঘটনার কবল থেকে ট্রেনটি রক্ষা পায়। গতকাল সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঘটনার সময় রেললাইনের পাশ দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এসময় তিনি রেললাইনের জোড়ার অংশে ভাঙা দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানিয়ে রেলপথের ভাঙা অংশে লাল কাপড় টাঙিয়ে দেন ওই যুবক। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের চালক লাল কাপড় টাঙানো দেখে ট্রেন থামিয়ে দেন।
রেলওয়ের হিলি পিডব্লিউআই বিভাগের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, খবর পেয়ে রেলওয়ের কর্মীদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে দেখেন লাইনের জোড়ার অংশের লোহা ফেটে গেছে। সেখানে মেরামত করার ২০-২৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।