দুর্ঘটনার আশঙ্কায় জরাজীর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর থেকে খোলা আকাশের নিচে পাঠদান চলছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছয় মাস ধরে এভাবেই পাঠদান করছেন শিক্ষকরা। উপজেলার প্রত্যন্ত গ্রামের এ বিদ্যালয়ের তিন কক্ষের একমাত্র পাকা ভবনটি ২০০০ সালে নির্মাণ করা হয়। মাত্র ২২ বছরেই ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদ এবং গ্রেড বিমে দেখা দিয়েছে ফাটল। পলেস্তারা খসে পড়ায় কক্ষের গ্রেড বিমের রডে মরিচা ধরেছে। দেবে গেছে মেঝেও। দুর্ঘটনায় আশঙ্কায় বিষয়টি জেলা ও উপজেলা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। পরে প্রকৌশল বিভাগের তদন্ত দল পরিদর্শন করে চলতি বছরের ৬ এপ্রিল বিদ্যালয়ের ভবন ব্যবহার না করার পরামর্শ দিয়ে পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর মাঠে সাময়িকভাবে একটি টিনের ঘর নির্মাণ করা হলেও গরমে হাঁসফাঁস করে শিক্ষার্থীরা। পরে খোলা আকাশের নিচে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছে। কখনো রোদ কখনো বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন শিক্ষকরা। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আপন জানায়, খোলা আকাশের নিচে ক্লাস করতে তাদের খুব অসুবিধা হয়। বৃষ্টিতে বইখাতা ভিজে যায়। পঞ্চম শ্রেণির সেজুতি জানায়, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে তাদের ক্লাস হচ্ছে টিনের ঘরে। রোদের সময় টিনের ঘর খুব গরম হয়ে যায়। তখন সেখানে বসে থাকা যায় না। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জিহান ও রাজিয়া জানায়, বৃষ্টির কারণে কোনো কোনো সময় পরিত্যক্ত ভবনে ক্লাস হয়। ক্লাস করার সময় দেয়াল থেকে পলেস্তারা তাদের গায়ে পড়ে। বিদ্যালয়ে তারা খুব আতঙ্কে থাকে। সহকারী শিক্ষক মেহেদি হাসান বলেন, ‘ভবন পরিত্যক্ত ঘোষণার পর তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে তারা পাঠদান করছেন।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
ভবন পরিত্যক্ত, খোলা আকাশের নিচে ক্লাস
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর