শিরোনাম
শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

উৎসবমুখর ছুটির দিনের সন্ধ্যা

সাংস্কৃতিক প্রতিবেদক

উৎসবমুখর ছুটির দিনের সন্ধ্যা

উৎসবের রঙে রঙিন ছিল ছুটির দিনের সন্ধ্যা। শিল্পরসিকদের পদচারণায় ছিল মুখর। নাচ, গান, আবৃত্তি ও নাটক মঞ্চায়নে অন্য আঙ্গিকে সেজেছিল সংস্কৃতির তীর্থস্থান। শিল্পকলা একাডেমি, মহিলা সমিতি মিলনায়তনসহ সংস্কৃতির প্রতিটি মঞ্চেই ছিল উপচেপড়া ভিড়। সপ্তাহের এ ছুটির দিনটিতে বিনোদনপিপাসুদের ভিড় থাকে। ১১ দিনের চলমান গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের অষ্টম দিনে গতকাল শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে তিনটি ও মহিলা সমিতি মিলনায়তনে একটি নাটক মঞ্চায়ন হয়।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ভারতের নয়ে নাটুয়া নাট্যদল প্রযোজিত ও গৌতম হালদার নির্দেশিত পল্লীকবি জসীমউদ্দীনের ‘নকশি কাঁথার মাঠ’। পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় আরণ্যক নাট্যদলের ‘রাঢ়াঙ’। স্টুডিও  থিয়েটার হলে মঞ্চায়ন হয় পালাকার প্রযোজিত ‘উজানে মৃত্যু’। মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হয় চট্টগ্রামের গণায়ন নাট্য সম্প্রদায়ের ‘জুলিয়াস সিজার’। একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে কাব্যনাট্য ‘কিষাণকাব্য’ পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ। নৃত্যনাট্য ভানুসিংহের পদাবলী পরিবেশন করে ভাবনা নৃত্যদল। এর আগে বিকালে উন্মুক্ত মঞ্চে পথনাটক পরিবেশন করে খেয়ালী নাট্যগোষ্ঠী। শিশুপর্বে অংশ নেয় শিশু সংগঠন মৈত্রী শিশুদল। দলীয় আবৃত্তি পরিবেশন করে দৃষ্টি কেন্দ্রীয় সংসদ। দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও ক্রান্তি শিল্পীগোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যজন। একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, মাহজাবীন চৌধুরী শাওলী ও সমীরণ চক্রবর্তী। একক আবৃত্তি পরিবেশন করেন মাসুম আজিজুল বাসার, সৈয়দ ফয়সাল আহমেদ, মাহনুর জাবীন শরমি ও মাহফুজ রিজভী।

সর্বশেষ খবর