শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রতিশক্তি মোকাবিলায় সাংগঠনিক কাঠামো

------ আবদুল মান্নান

প্রতিশক্তি মোকাবিলায় সাংগঠনিক কাঠামো

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবদুল মান্নান বলেন, মেহেরপুর আওয়ামী লীগ প্রতিশক্তিকে মোকাবিলার জন্য এখনো সেভাবে প্রস্তুত নয়। এ কারণে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হচ্ছে। তিনি উল্লেখ করেন, মেহেরপুরের রাজনীতির চাবিকাঠি থাকার কথা জেলা আওয়ামী লীগের হাতে। যেসব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে তাদের জবাদিহিতা মূল দলের কাছে থাকতে হবে। আমরা এখন সেই কাজগুলো করার চেষ্টা করছি। আবদুল মান্নান বলেন, যদি জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, সবার অংশগ্রহণে একটি নির্বাচন হয়- সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য মেহেরপুর আওয়ামী লীগ এখনো সেভাবে প্রস্তুত নয়। সামনে একটি যুদ্ধ আসছে, এ জন্য যিনি দলের টিম লিডার বা সভাপতি তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তিনি উল্লেখ করেন, বড় দলে বিভক্তি থাকা স্বাভাবিক। তবে বড় দলে শেখ হাসিনার প্রশ্নে বা নির্বাচনের ক্ষমতা দখলের প্রশ্নে এই বিভক্তি থাকবে না। আগামী নির্বাচনে দলের সিদ্ধান্ত মতো আমরা অগ্রসর হব।

সর্বশেষ খবর