শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে হাত-পা ও মুখ বাঁধা এক নারীর লাশ উদ্ধার করেছে সুরেশ্বর নৌ ফাঁড়ি পুলিশ। ওই নারীর নাম আকিনুর আক্তার (৩৫)।
তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বেদগাঁ গ্রামের আফজাল শেখের মেয়ে। গতকাল সকাল ৯টার দিকে নড়িয়া উপজেলার চন্ডিপুরের পাঁচগাঁও লঞ্চঘাটের কাছ থেকে আকিনুরের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়ার চন্ডিপুরের পাঁচগাঁও লঞ্চঘাটের কাছে হাত-পা ও মুখ বাঁধা নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশের ধারণা, হত্যার পর নদীতে লাশটি ফেলে গেছে ঘাতকরা।
গতকাল সকালে অজ্ঞাত হিসেবে উদ্ধার লাশটির পরিচয় শনাক্তে তৎপরতা চালায় পুলিশ। বিকালে ফরিদপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ইউনিটের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায়, ওই নারী মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বেদগাঁ গ্রামের আফজাল শেখের মেয়ে আকিনুর আক্তার।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, ফিঙ্গার প্রিন্টের সাহায্যে সিআইডির একটি টিম লাশের পরিচয় শনাক্ত করে।