শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
বাম গণতান্ত্রিক জোটের দাবি

আইএমএফের ঋণ মানুষের জীবন আরও দুর্বিষহ করে তুলবে

নিজস্ব প্রতিবেদক

আইএমএফের ঋণ মানুষের জীবন আরও দুর্বিষহ করে তুলবে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলেছেন, বিদেশি ঋণের নামে হাজারটা শর্ত প্রতিনিয়ত আরোপ করা হচ্ছে জনগণের ওপর। সরকার কখনই এসব ঋণ নেওয়ার সময় শর্তগুলো জনসম্মুখে আনে না। অবিলম্বে সব বিদেশি ঋণের শর্ত জনসম্মুখে আনার দাবি জানিয়েছেন বাম জোটের নেতারা। গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এসব কথা বলেন জোট নেতারা। সভায় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদকমন্ডলীর সদস্য আবদুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আবদুল আলী, কেন্দ্রীয় নেতা রুবেল শিকদার প্রমুখ।

সভায় আইএমএফ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনায় সরকারের তীব্র সমালোচনা করে নেতারা বলেন, বাংলাদেশের আজকের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য দায়ী সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন। উন্নয়ন প্রকল্পের নামে জনগণের টাকা নয়ছয় করেছে সরকার। দুর্নীতি, লুটপাটের টাকা পাচার হয়েছে সরকারি মদদে। সেই টাকা ফেরত আনার কোনো উদ্যোগ নেই, দোষীদের গ্রেফতারেরও লক্ষণ নেই। সভায় আইএমএফের ঋণের নামে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহারের পাঁয়তারার বিরুদ্ধে ৮ নভেম্বর রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর