রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপির আন্দোলন কঠোর থেকে আরও কঠোর হবে

------ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

বিএনপির আন্দোলন কঠোর থেকে আরও কঠোর হবে

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলার আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সাংগঠনিকভাবে বিএনপি এখন সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি শাখার কমিটি গঠন করা হয়েছে। কঠোর থেকে আরও কঠোর আন্দোলনের জন্য সব প্রস্তুতি রয়েছে বিএনপির। ধারাবাহিক আন্দোলনের মধ্যে থেকে কেন্দ্রীয় সব কর্মসূচি পালন করা হচ্ছে।

জনগণের পক্ষে কর্ম-তৎপরতা সম্পর্কে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিএনপি নেতাদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করা হচ্ছে। অনেকে গুম, খুন ও মামলার শিকার হচ্ছেন। সব বাধা-বিপত্তি মোকাবিলা করে বিএনপির আন্দোলন অব্যাহত আছে। সব ধরনের নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র দেশনেত্রী আপসহীন ভূমিকায় মোকাবিলা করেছে। বিএনপি এসব নৈরাজ্যের কাছে মাথানত করেনি, আগামীতেও করবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ তাই আওয়ামী লীগ ভয় পাচ্ছে। তারা এখনো দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ স্টিম রোলার চালিয়ে তাদের স্তব্দ করে দিতে চায়। কিন্তু জিয়ার সৈনিকরা সব অত্যাচার সহ্য করে তাদের রুখে দিতে প্রস্তুত আছে। আগামী সংসদ নির্বাচন নিয়ে তার মন্তব্য জানতে চাইলে এ্যানী বলেন, হাসিনার অধীনে কোনো নির্বাচন মেনে নেবে না বিএনপি। আমাদের দাবি, সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য।

সর্বশেষ খবর