বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নিরপেক্ষ নির্বাচন হলে জেলায় চমক দেখাবে জাতীয় পার্টি

-------- আবদুল লতিফ শেখ

নিরপেক্ষ নির্বাচন হলে জেলায় চমক দেখাবে জাতীয় পার্টি

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল লতিফ শেখ বলেছেন, ‘আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি নিরপেক্ষ ও সুষ্ঠু হয় তাহলে জেলার প্রায় সব আসনেই চমক দেখাবে জাতীয় পার্টি। চাঁদপুরে আমাদের দল এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য দলের নেতা-কর্মীরা মুখিয়ে আছেন।’               

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। আবদুল লতিফ শেখ বলেন, ২০২১ সালের ১১ জুন জাতীয় পার্টির জেলা সম্মেলনের মধ্য দিয়ে ১১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সম্মেলনে ১৭০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রদান করে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। জেলা সম্মেলনের আগে আটটি উপজেলা ও সাতটি পৌর কমিটি গঠন করায় দলীয় কর্মকান্ড অনেক বেশি গতিশীল হয়েছে। জেলা জাতীয় ছাত্রসমাজ, যুবসমাজ, স্বেচ্ছাসেবক পার্টি, শ্রমিক পার্টি, মহিলা পার্টি, কৃষক পার্টি ও তরুণ পার্টির কমিটিগুলো পূর্ণাঙ্গভাবে করা হয়েছে। তবে উপজেলায় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি ততটা কার্যকর নয়। উপজেলায় মহিলা পার্টির কমিটি নেই। তাই উপজেলা ও পৌর কমিটি পুনর্গঠনের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিটি আসনেই প্রার্থী নির্ধারণ করে মাঠ গোছানো ও জনসম্পৃক্ততা বাড়ানোর কাজ চলছে। জেলা জাতীয় পার্টির এই নেতা বলেন, চাঁদপুরে রওশন এরশাদপন্থি কোনো নেতা-কর্মী নেই। এখানে দলে কোনো কোন্দল নেই। জেলায় সব নেতা-কর্মী নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি একাধিক আসনে বিজয়ী হওয়ার আশা পোষণ করে। এ ক্ষেত্রে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর