সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপি এখন আন্দোলন চালিয়ে যাওয়ায় বিশ্বাসী

----- শাহাদাৎ হোসেন

বিএনপি এখন আন্দোলন চালিয়ে যাওয়ায় বিশ্বাসী

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেছেন, ‘দল এখন নির্বাচনে নয়, আন্দোলনমুখী।

যতক্ষণ না পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, ততক্ষণ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। দল এখন আন্দোলন চালিয়ে যাওয়ায় বিশ্বাসী।

তিনি দাবি করেন, বিএনপির আন্দোলন এবং সমাবেশ বাধাগ্রস্ত করতেই সরকারের ছত্রছায়ায় পরিকল্পিতভাবে পরিবহন ধর্মঘট করাচ্ছে। এই বাধার মুখেও সারা দেশের সমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করলেই দলীয় কার্যালয়, নেতাদের বাড়ি ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরা শহরে বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দিয়ে ইস্যুভিত্তিক বিক্ষোভ মিছিল করে শহর দখল রাখে। ঝালকাঠির প্রতিটি আন্দোলন-সংগ্রামে পুলিশ ও আওয়ামী লীগ যৌথভাবে বাধা দিচ্ছে, হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত করছে। প্রতিটি কর্মসূচি বানচাল করতে তারা জেলা বিএনপির সদস্য সচিবের বাস ভবনের সামনে দিনব্যাপী সশস্ত্র পাহারা বসিয়ে রাখে।

অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন উল্লেখ করেন, আগের চাইতে বিএনপি এখন অনেক শক্তিশালী। দলে কোনো গ্রুপিং নেই। জেলার চার উপজেলা, দুটি পৌরসভা, ৩২ ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর