রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে গভীর রাতে বাড়িতে হামলা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পূর্বশত্রুতার জের ধরে গভীর রাতে বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে মহানগরীর নতুন বিলসিমলা বন্ধগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই যুবককে বেধড়ক পেটানো হয়।

এ ঘটনায় গতকাল রাজশাহীর রাজপাড়া থানায় লিখিত এজাহার দিয়েছেন হামলার শিকার আবদুল কুদ্দুসের স্ত্রী লাবণী বেগম। এজাহারে ওই এলাকার মাসেমের ছেলে মিলন (৩৫), আকতারের ছেলে মো. হানিফ (২৮), মোস্তফার ছেলে মো. মুন (৩২), লালের ছেলে রাহিমসহ (২০) অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, লাবণী বেগমের ছোট ছেলে এহসান রায়হান (২০) ও বড় ছেলে হোসাইন রিফাত (২২) শুক্রবার রাতে বাড়ির বাইরে খেলা দেখতে যান। পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার মাসেমের ছেলে মিলন সেখানে এহসান ও রায়হানকে ধাক্কা মারে ও মারধর করে। এরপর হামলাকারীরা রামদা, হাঁসুয়া, লোহার পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লাবণী বেগমের বাড়িতে ঢুকে জানালা ও গেট ভাঙচুর করে। পরে খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী পরিবার এ ব্যাপারে লিখিত এজাহার দিয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর