রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

যুক্তরাষ্ট্রের সেই ঘাতক পুলিশ কর্মকর্তার জেল

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে যে পুলিশ কর্মকর্তা ঘাড়ে হাঁটু গেড়ে বসে হত্যা করেছিল, সেই কর্মকর্তাকে সাড়ে তিন বছরের কারাদন্ড দিয়েছেন দেশটির একটি আদালত। উল্লেখ্য, এই বর্বরতার কারণে তখন যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। সূত্র : রয়টার্স।

প্রাপ্ত খবর অনুযায়ী, স্থানীয় সময় গত শুক্রবার মিনিয়াপলিসের হেনেপিন কাউন্টি ডিস্ট্রিক্ট আদালত সাবেক ওই পুলিশ কর্মকর্তা জে. আলেকজান্ডার ক্যাঙ্গকে এ সাজা দেয়। নরহত্যায় সহায়তা ও উৎসাহিত করার অভিযোগে অক্টোবরে দোষী সাব্যস্ত হয়েছিলেন ক্যাঙ্গ (২৯)। এবার ওই মামলায় শাস্তি পেলেন তিনি। এর আগে ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে ফেডারেল আদালতে দুটি মামলার রায়ে আড়াই বছর ও সাড়ে তিন বছরের কারাদন্ড পেয়েছিলেন তিনি। ওহাইওর কারাগারে এখন একসঙ্গে এসব দন্ড ভোগ করছেন তিনি। ক্যাঙ্গের সাজা ফ্লয়েডের পরিবারকে ন্যায়বিচার পাওয়ার অনুভূতি দেবে বলে এক বিবৃতিতে মন্তব্য করেছেন নাগরিক অধিকার আইনজীবী বেন ক্রাম্প।

সর্বশেষ খবর