রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

একাত্তরের জেনোসাইডের স্বীকৃতি দাবিতে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি

যুুক্তরাষ্ট্র প্রতিনিধি

একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে জাতিসংঘ মহাসচিব বরাবরে স্মারকলিপি দিলো ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১-এর যুক্তরাষ্ট্র শাখা। গত ৯ ডিসেম্বর ‘জাতিসংঘের আন্তর্জাতিক জেনোসাইড স্মরণ ও প্রতিরোধ দিবস’-এ নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে মানববন্ধন থেকে বীর মুক্তিযোদ্ধাগণের ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখর পরিবেশে স্মারকলিপি গ্রহণ করেন মহাসচিবের রাজনৈতিক সম্পর্কিত কর্মকর্তা আদিত্য অধিকারী। স্মারকলিপি গ্রহণের সময় আদিত্য বলেন, মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেজের পক্ষে এটি গ্রহণ করলাম এবং তাঁর কাছে সাবমিট করব প্রয়োজনীয় সুপারিশসহ।’ উল্লেখ্য, সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিবের স্বাক্ষরিত স্মারকলিপির কপি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারীসহ সব কর্মকর্তা সম্মিলিতভাবে প্রদান করেন মহাসচিবের প্রেরিত কর্মকর্তা আদিত্যর কাছে।

সর্বশেষ খবর